ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদেরকে ৬ তাকবীরের সহিত ইমামের সাথে ওয়াজিব নামাজ আদায় করতে হয়। সেই ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নামাজের নিয়ত ও তা কিভাবে আদায় করবো আজকের পোস্টে সহজ ভাষায় বর্ণনা করবো যা আপনারা কোনোদিন ভুলবেন না এমনভাবে উল্লেখ করা হবে।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত

উচ্চারণ: নাওয়া’ইতু আ’ন উ’স্বল্লিয়া লিল্লাহি তাআ’লা রক্আ’তায়ী’ন স্বলাতিল্ ই’দিল্ ফিতরি মাআ ছিত্তাতিত তাকবি’রাতী ওয়া’জীবুল্লাহি তাআ’লা ইক্বতাদ্বাইতু বিহা~জাল্ ইমামী মুতাওয়াজ্জাহান ই’লা জিহাতিল কাবাতিশ শরিফাতী 'আল্লাহু আকবার।

অর্থঃ হে মহান আল্লাহপাক আমি কেবলামুখী হয়ে পবিত্র ঈদুল ফিতরের দুই রাকআত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সাথে এই ইমামের পেছনে আদায় করছি 'আল্লাহু আকবার'।

ঈদের তাকবির

ঈদুল ফিতরের এই নামাজে অতিরিক্ত ৬টা তাকবির দেওয়া লাগে যে তাকবির উচ্চারন করা ওয়াজিব। প্রথম রাকাতে ৩টা তাকবির দিতে হবে ও দ্বিতীয় রাকাতে অতিরিক্ত আরও ৩টা তাকবির দিতে হয়।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

ঈদুল ফিতরের নামাজের নিয়মঃ প্রথমে আপনি ঈদুল ফিতরের নামাজের নিয়ত করবেন ‍উপরের দেয়া আরবী বা বাংলায় করতে হবে।

**তারপর ঈমাম সাহেবের সাথে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে আপনার উভয় হাত বাঁধবেন। তারপর ছানা পড়তে হবে।

**এরপর অতিরিক্ত ৩ তাকবির দিতে হবে। এক তাকবির হতে আরেক তাকবিরের মধ্যে তিন তছবিহ পরিমাণ সময় বিরত থাকতে হবে।

**প্রথম ও দ্বিতীয় তাকবিরের সময় দুই হাত উঠিয়ে তা ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবিরের সময় দুই হাত তুলে হাত বেঁধে ফেলতে হবে।

**অতঃপর আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়ার পর সুরা ফাতেহা এবং তার সাথে অন্য সুরা মিলানো। এরপর নিয়মিত স্বাভাবিক নামাজের মতো করে রুকু ও সেজদার মাধ্যমে ১ম রাকাত শেষ করতে হবে।

**অতঃপর ২য় রাকাতে ইমাম সাহেব সুরা ফাতেহা এবং তার সাথে অন্য সুরা মিলানোর পর অতিরিক্ত ৩টা তাকবির দিবে। ১ম ও ২য় তাকবিরের সময় দুই হাতই উঠিয়ে তা ছেড়ে দিতে হবে।

**৩য় তাকবিরের সময় উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। এরপর ৪র্থ রুকুর তাকবির দিয়ে রুকুতে যেতে হবে। 

**পরে অন্যান্য নামাজের মতোই সেজদা বৈঠকে বসা; তাশাহহুদ, দরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

তাকবিরে তাশরিক

নামাজ শেষে সালাম ফেরানোর পর তাকবিরে তাশরিক পড়তে হবে।

উচ্চারণঃ “আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ্।”

ঈদুল ফিতরের নামাজের শেষে

ঈদুল ফিতরের নামাজের পর ইমাম সাহেব ২টি খুতবা দিবেন। যে খুতবা মুসল্লিগণ খুবই মনোযোগের সাথে শুনবে। খুতবা শোনা ওয়াজিব।

আরও পড়ুনঃ ঈদুল আজহার নামাজের নিয়ম

পোস্ট ট্যাগঃ

ঈদুল ফিতরের নামাজের নিয়ম
মহিলাদের ঈদুল ফিতরের নামাজের নিয়ম
পবিত্র ঈদুল ফিতরের নামাজের নিয়ম
ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুন
ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম
ঈদুল ফিতর নামাজের নিয়ত
ঈদের ফিতরের নামাজের নিয়ত
ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত
ঈদুল ফিতর এর নিয়ত
ঈদুল ফিতর নামাজের নিয়ম ও নিয়ত
ঈদুল ফিতর নামাজের খুতবা
ঈদুল ফিতরের নামাজের নিয়ত
ঈদুল ফিতরের নামাজের দোয়া

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url