নামাজের জন্য ১০ টি সূরা

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz

নামাজের জন্য ১০ টি সূরা

নিচে নামাজের ১০টি গুরুত্বপূর্ণ সূরা সমূহের আরবি উচ্চারণ ও বাংলা অর্থ দেওয়া হলো। (আল কুরআন Quran Bangla থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিবেন ইনশাআল্লাহ)

১। সূরা আল ফাতিহা (সূরাহ নং-১)

উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

সূরা ফাতিহা আরবি
Surah Fatiha

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
আল্হাম্‌দুলিল্লাহি রব্বিল আলামীন। আর-রাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহুদিনাস্ ছিরাতল মুস্তাকিম। ছিরাতল্লাযীনা আন্ আমৃতা 'আলাইহিম। গইরিল মাগদূবি 'আলাইহিম ওয়ালাদ্ দ্বাল্লীন। (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা ফাতিহা বাংলা অর্থ

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্যে, (যিনি) পরম দয়াময় মেহেরবান, শেষ বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি prayer এবং আমরা কেবল তোমারই নিকট সাহায্য চাই। আমাদেরকে সরল-সঠিক পথে চালাও- তাদের পথে যাদের ওপর তুমি নি'আমত বর্ষণ করেছ, তাদের পথে নয় যারা তোমার গযবের শিকার হয়েছে ও যারা গোমরাহ হয়েছে।

সূরা নাস বাংলা
Surah Nasনামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz

উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

কূল আ'উযু বিরাব্বিন্ নাছ। মালিকিন্-নাছ্। ইলাহিন্-নাছ্। মিন শাররিল ওয়াছ্‌ওয়াছিল্-খন্নাস্। আল্লাযী ইউওয়াছ ইউছু ফী ছুদূরিন-নাছ্। মিনাল জিন্নাতি ওয়ান্-নাছ্। (আল কুরআন Quran Bangla থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা নাস বাংলা অর্থ

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

বল, আমি আশ্রয় চাই মানবজাতির রবের নিকট যিনি মানব- জাতির মালিক ও মানবজাতির ইলাহ্ Allah (উপাস্য)-(আমি আশ্রয় চাই) গোপনে কুমন্ত্রণাদানকারীর (শয়তানের) কুমন্ত্রণার অনিষ্টতা থেকে-যে মানবজাতির অন্তরে গোপনে কুমন্ত্রণা দেয়- জিন ও মানবজাতির মধ্যকার (সেই কুমন্ত্রণাদান কারীদের থেকে আশ্রয় চাই)।

সূরা ফালাক বাংলা উচ্চারণ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

কুল আউযুবি রাব্বিল ফালাক। মিন্ শাররি মা খালাক্। ওয়া মিন শাররি গছিকিন্ ইযা ওয়াকাব্। ওয়া মিন শাররিন্-নাফাছাতি ফিল্ উকাাদ। ওয়া মিন্ শাররি হাছিদিন্ ইযাহাছাদ্। (আল কুরআন Quran থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা ফালাক বাংলা অর্থ
Surah Falak

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

বল, আমি আশ্রয় চাই ঊষার রবের নিকট- তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, আর সেই অন্ধকারের অনিষ্ট হতে যখন তা গভীর হয়ে যায়, আর (সূতার) গিঁটে ফুৎকারদানকারিনী (যাদুকর)দের অনিষ্ট হতে, এবং হিংসুকদের অনিষ্ট হতে যখন তারা হিংসা করে।

সূরা ইখলাস বাংলা উচ্চারণ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz

সূরা ইখলাস আরবি

বিছমিল্লাহির রাহমানির রহীম।

কুলহু ওয়াল্লাহু আহাদ্ব। আল্লাহু-ছ্ছমাদ্ব। লাম ইয়ালিদ্ব ওয়া লাম্‌ ইয়ুলাদ্ব। ওয়া লাম ইয়াকু’ল্লাহু কুফুওয়ান্ আহাদ্ব। (আল কুরআন Quran Bangla থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

ইখলাস অর্থ কি

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

বল, তিনিই আল্লাহ্, তিনি এক। আল্লাহ্ Allah চিরন্তন অবিনশ্বর। তিনি কাউকে জন্ম দেন নি এবং তিনি (কারো মাধ্যমে) জন্ম নেন নি। আর তাঁর সমতুল্য কেউই নেই ৷

সূরা লাহাব বাংলা উচ্চারণ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

তাব্বাত্ ইয়াদা আবি লাহাবিওঁ ওয়া তাব্বু। মা আগ্‌না ‘আন্হু মালুহু ওয়া মাকাছাব্। ছাইয়াছলা নারান্ যাতা লাহাবিও। ওয়ামরাআতুহু হাম্মালাতাল্ হাতাব্ব, ফী জীদিহা হাবলুম মিম্‌ মাছাদ্ব। (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা লাহাব এর শানে নুযুল

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। তার ধনসম্পদ আর সে যা কিছু উপার্জন করেছে তা তাকে আল্লাহ্ Allah হতে বাঁচাতে পারে নি। সে অতি শ্রীঘ্রই লেলিহান শিখাময় আগুনে (জাহান্নামে) প্রবেশ করবে। আর তার জ্বালানী কাঠ আহরণকারিনী স্ত্রীও (তাতে প্রবেশ করবে); তার ঘাড়ে জড়ানো থাকবে খেজুর পাতার তৈরী রশি।

সূরা আন নাসর বাংলা উচ্চারণ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

ইযাজা আ নাছরুল্লাহি ওয়ালফাত্হ। ওয়া রাআইতান্নাছা ইউয়াদ খুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ্ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা নাসর এর অর্থ

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

যখন আল্লাহর Allah সাহায্য ও বিজয় আসবে এবং আপনি লোকদেরকে দলে দলে আল্লাহর ছায়াতলে প্রবেশ করতে দেখবেন, তখন তোমার রবের প্রশংসাসহ তাসবীহ Tasbih (sayedul istegfar) কর এবং তাঁর নিকট ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) কর। নিঃসন্দেহে তিনি (তাঁর বান্দাদের প্রতি) ক্ষমা প্রদর্শনকারী।

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz

সূরা কাফিরুন আরবি

বিছমিল্লাহির রাহমানির রহীম।

কুল ইয়া আইয়ূহাল কাফিরূন্। লা আ'বুদু মা তা'বুদুন্। ওয়া লা আনতুম ‘আবিদুনা মা আবুদ্। ওয়া লা আন 'আবিদূম্ মা ‘আবাত্তুম। ওয়া লা আনতুম্ ‘আবিদুনা মা আবুদ। লাকুম্ দীনুকুম্ ওয়া লিয়া দীন্। (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা কাফিরুন অর্থসহ

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

বল, হে কাফিরগণ! তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ইবাদাত namaz করি না। আর আমি যার ‘ইবাদত করি তোমরা তার 'ইবাদাতকারী নও। আর তোমরা যার ‘ইবাদাত করছ আমি তার ‘ইবাদাতকারী নই। আর আমি যার ‘ইবাদাত করছি তোমরা তার ইবাদাতকারী নও। তোমাদের দ্বীন তোমাদের জন্য, আমার দ্বীন আমার জন্য।

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz

সূরা কাওসার বাংলা অর্থসহ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

ইন্না আ'তাইনাকাল-কাওছার। ফাছাল্লি লিরাব্বিকা ওয়ান্হার। ইন্না শানিআকা হুয়াল্-আবতার। (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

কাওসার অর্থ কি

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

নিঃসন্দেহে আমি তোমাকে কাওছার (আধিক্যের উৎস) দিয়েছি। অতএব, (শুকরিয়াস্বরূপ imaneralo) নামাজ আদায় কর ও কুরবানী কর। নিঃসন্দেহে তোমার প্রতি বিদ্বেষী ব্যক্তিই লেজকাটা (উত্তরাধিকারীবিহীন)।

সূরা মাউন এর শানে নুযুল

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

রাআইতল্লাযী ইউকাজযিবু বিদ্-দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল্ ইয়াতীম, ওয়া লা ইয়াহুদ্দু ‘আলা তা'আমিল মিস্কীন। ফাওয়াইলুল্লিল-মুছল্লিন ইআল্লাযিনা হুম 'আঙ ছলাতিহিম ছাহুন। আল্লাযীনা হুম ইউরাউন, ওয়া ইমনা'উনাল্ মা'উন। (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা মাউন এর শানে নুযুল

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

তুমি কি তাকে দেখেছ যে ব্যক্তি দ্বীনকে (শেষ বিচারকে) অস্বীকার করে? সে তো ঐ ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং দরিদ্রদের ও অভাবীদের খাবার দিতে অন্যদেরকে উৎসাহিত করে না। অতএব, সেই মুছাল্লীদের জন্যে পরিতাপ যারা তাদের নামাজের প্রতি অমনোযোগী, যারা কেবল (লোকদের সামনে নামাজের) প্রদর্শনী করে এবং গার্হস্থ্য সামগ্রী অন্যদের ধার দিতে অস্বীকৃতি জানায় (ক্ষুদ্রতম জিনিষও অন্যদেরকে দিতে চায় না)।

সূরা কুরাইশ বাংলা উচ্চারণ সহ

নামাজের জন্য ১০ টি সূরা- 10 surahs for Namaz
উচ্চারণ: বিছমিল্লাহির রাহমানির রহীম।

লিঈলাফি কুরাইশ। ঈলাফিহিম রিহলাতাশ্ শিতায়ী ওয়াছ-ছাইফ । ফাল্ইয়া'বুদূ রাব্বা হাযাল্ বাইত। আল্লাযি আত্ আমাহুম মিন জু'য়িওঁ ওয়া আমানাহুম মি খাওফ্‌ । (আল কুরআন থেকে সহিহ শুদ্ধ করে দেখে নিন)

সূরা কুরাইশ এর তাফসীর

পরম দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

কুরাইশদের ঐতিহ্যের (বা অভ্যস্ততার) জন্যে- শীত ও গ্রীষ্মে তাদের সফরের চিরাচরিত ঐতিহ্যের জন্যে। অতএব, তারা যেন এই গৃহের (কা'বার) রবের 'ইবাদাত imaneralo করে- যিনি তাদেরকে খাবার দিয়ে ক্ষুধা থেকে রক্ষা করেছেন ও ভয়ভীতি থেকে নিরাপদ করেছেন।

বিঃদ্রঃ আপনারা দোয়াগুলো আরবিতে সহিহ শুদ্ধভাবে দেখে মুখস্ত করে নিবেন কারণ বাংলায় সহিহ শুদ্ধ হয় না। আজকের পোস্টের ইমেজগুলোতে ক্লিক করলেও আপনারা আরবি দোয়াগুলো মুখস্ত করতে পারবেন।

পোস্ট ট্যাগঃ

নামাজের জন্য ১০ টি সূরা
নামাজের জন্য ১০ টি সূরার সিরিয়াল
নামাজের জন্য ১০ টি সূরা নাম
নামাজের জন্য ১০ টি সূরা pdf download
নামাজের জন্য ১০ টি সূরা ভিডিও
নামাজের জন্য ১০ টি সূরা ছবি
নামাজের জন্য ১০ টি সূরা বাংলা
নামাজের জন্য ১০ টি সূরা pdf
নামাজের ১০ টি সূরা
নামাজের জন্য ১০ টি ছোট সূরা
নামাজের জন্য দশটি সূরা
নামাজের 11 টি সূরা
১০ টি সুরা
১০ টি সূরা
নামাজের জন্য ১০ টি সূরার নাম
নামাজের সোরা
নামাজের 10 টি সূরা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url