আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি
আমাদের যেকোনো বিপদে পড়লে “আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি” এই দোয়াটি পড়তে হবে। তাহলে মহান আল্লাহপাক আমাদেরকে উত্তম দোয়াটি পড়ার প্রতিদান হিসেবে বিপদের পরিবর্তে ভালো কিছু দান করবেন বা বিপদে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
তাই “আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি” দোয়াটি ঈমানদারগণের জন্য বিপদের সময় সর্বদা পড়া উচিত। তাহলে মহান আল্লাহ্পাক আমাদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ্।
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আরবি উচ্চারণঃ
اِنَّا لِلّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعْوْنَ - اَللَّهُمَّ أجُرْنِيْ
فِيْ مُصِيْبَتِيْ وَ أَخْلِفْ لِيْ خَيْراً مِّنْهَا
দোয়াটির বাংলা উচ্চারণঃ "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রজিউ’ন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া
আখলিফলি খইরামমিনহা"
দোয়াটির বাংলা অর্থঃ
নিশ্চয় আমরা সবাই আল্লাহর
জন্য। এবং আমরা সবাই তার
দিকেই ফিরে যাব। হে
মহান আল্লাহপাক!
আমাকে আমার এ বিপদে
ছাওয়াব দান করুন। এবং
এর চেয়ে উত্তম বস্তু
বিনিময়ে দান করুন।’ আমিন
বিশেষ দ্রষ্টব্যঃ “আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি” দোয়াটি উপরের ইমেজ থেকেও দেখে নিতে পারেন যাতে আরবিতে সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে আপনারা উচ্চারনণকরতে পারেন।
পোস্ট ট্যাগঃ