হিজরি সাল তারিখ কিভাবে বের করতে হয়

হিজরী সালের তারিখ কিভাবে বের করতে হয়? find out the Hijri year

হিজরি সাল তারিখ কিভাবে বের করতে হয়

তা নিচে বর্ণনা করা হলোঃ

হিজরী বর্ষপঞ্জী তথা ইসলামী বর্ষপঞ্জী হচ্ছে একটি চান্দ্র বর্ষপঞ্জী যা চন্দ্রের আবর্তন বা চন্দ্রকলার ওপর ভিত্তিশীল। ইসলামী চান্দ্রবর্ষে মাসের সংখ্যা ১২ এবং দিনের সংখ্যা সাধারণতঃ ৩৫৪-সৌরবর্ষের তুলনায় ১১ দিন কম। 

হযরত মুহাম্মাদ (সাঃ)-এর হিজরতের বছর ৬২২ খৃষ্টাব্দ থেকে ইসলামী চান্দ্রবর্ষ (islamic new year) বা হিজরী সাল গণনা করা হয় । তাই ৬২২ খৃষ্টাব্দ হচ্ছে ইসলামী বর্ষপঞ্জীর প্রথম বছর বা ১ম হিজরী সাল ।

হিজরী সালকে খৃষ্টাব্দে পরিণত করার পদ্ধতি নিম্নলিখিত ফর্মুলার সাহায্যে হিজরী সালকে খৃষ্টাব্দে পরিণত করা যায়

হিজরী সাল x ৩২/৩৩ + ৬২২ = খৃষ্টাব্দ উদাহরণঃ ১৪২১ হিঃ = ১৪২১ × ৩২/৩৩ + ৬২২ = ২০০০ খৃস্টাব্দ (মোটামুটি)

খৃষ্টাব্দকে হিজরী সালে পরিণত করার পদ্ধতি নিম্নলিখিত ফর্মুলার সাহায্যে খৃষ্টাব্দকে হিজরী সালে পরিণত করা যায়ঃ

(খৃষ্টাব্দ ৬২২) × ৩৩/৩২ = হিজরী সাল উদাহরণঃ ২০০০ খৃঃ = ( ২০০০-৬২২) × ৩৩/৩২ = ১৪২১ হিঃ (মোটামুটি)

ইসলামী বর্ষপঞ্জীর মাসসমূহ ইসলামী বর্ষপঞ্জীর ১২ মাসের নাম যথাক্রমে নিম্নরূপ : মুহাররাম, সাফার, রাবীউল আউআল, রাবীউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরাহ, রাজাব, শা'বান, রামাদান, শাওয়াল, ফুল-কাদাহ ও কূল-হিজ্জাহ।

অনলাইন থেকে সংগৃহীত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url