এক দিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত

 

এক দিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত

এক দিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত

এক দিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত
পথ চলা থেমে যাবে, নিঃশেষ হবে সৌরভের প্রভাত।
ফিরে তাকাও হে মানব, ভাবো অন্তিম রাত,
কোন মুখে দাঁড়াবে তুমি, প্রভুর বিচারসালায় হাত?

(২) নাফরমানির দিন কেটেছে, গুনাহ ছিল সাথী,
ভুলে গেছো কবরের ঘর, হিসাবের কঠিন রাতি।
আল্লাহ ডেকেছেন বারবার, দাওয়াত ছিল নিখাদ,
তবু তুমি লিপ্ত ছিলে দুনিয়ারই মায়াবাদ।

(৩) তওবা করো হে বান্দা, এখনো সময় বাকি,
রহমতের দরজা খোলা, ফিরে চাও হে আত্মার আঁখি।
নবীর প্রেমে ভেসে যাও, ধরো তার সুন্নাত,
তবেই পাবে জান্নাতে শান্তির পূর্ণ প্রাপ্তি।

(৪) শেষ দিনের সেই আহ্বান, আসবে চুপিচুপি,
মালাকুল মাওত ডাকবে, নিঃশব্দে দিবে টুপি।
জান্নাত না জাহান্নাম— কে বলবে সে কথা,
এখনো সময় আছে ভাই, জাগো হৃদয়ে ব্যথা।

পোস্ট ট্যাগঃ

এক দিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত
একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত
একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন ও হায়াত লিরিক্স
একদিন তোমার যৌবন ফুরাবে
একদিন তোমার যৌবন
একদিন হারিয়ে যাবো আমি
ekdin tomar joubon furabe
জীবন ফুরিয়ে যাবে ছবি
ও না হয় তোমার সাথে
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি

Previous Post
No Comment
Add Comment
comment url