ঈদুল আজহার নামাজের নিয়ম

 ঈদুল আজহার নামাজের নিয়ম

ঈদুল আজহার নামাজের নিয়ম

পবিত্র ঈদুল আজহার নামাজের নিয়ম হলো এই দিন আমরা অতিরিক্ত ৬টা তাকবীরের মাধ্যমে ইমামের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করবো। তা কিভাবে আদায় করবেন আজকের পোস্টে জানবো।

ঈদুল আজহার নামাজের নিয়ম, নামাজের নিয়ত এবং কিভাবে আদায় করতে হবে তাও জানা যাবে আজকের পোস্টের মাধ্যমে।

ঈদুল আজহার নামাজের নিয়ত

বাংলা উচ্চারণঃ নাওয়া’ইতু আ’ন উ’স্বল্লিয়া লিল্লাহি তাআ’লা রক্আ’তায়ী’ন স্বলাতিল্ ঈ’দিল আজহা মাআ ছিত্তাতিত তাকবি’রাতী ওয়া’জীবুল্লাহি তাআ’লা ইক্বতাদ্বাইতু বিহা~জাল্ ইমামী মুতাওয়াজ্জাহান ই’লা জিহাতিল কাবাতিশ শরিফাতী 'আল্লাহু আকবার।

অর্থঃ হে মহান আল্লাহপাক আমি কেবলামুখী হয়ে পবিত্র ঈদুল আজহার দুই রাকআত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬টা তাকবিরের সাথে এই ইমামের পেছনে আদায় করছি 'আল্লাহু আকবার'।

তারপর বিছমিল্লাহ ও ছানা পড়ে ইমামকে অনুসরন করবেন।

ঈদুল আজহার নামাজের নিয়ম

ঈদুল আজহার নামাজের নিয়মঃ প্রথমে আপনি ঈদুল আজহার নামাজের নিয়ত করবেন ‍উপরে দেওয়া আরবী বা বাংলায় নিয়ত করতে পারেন।

১। নিয়তের পর ঈমাম সাহেবের সাথে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধবেন। তারপর বিছমিল্লাহ ও ছানা পড়বেন।

২। এরপর অতিরিক্ত ৩টা তাকবির দিতে হবে। এক তাকবির হতে আরেক তাকবিরের মধ্যে তিন তছবিহ পরিমাণ সময় বিরত থাকতে হবে।

৩। প্রথম ও দ্বিতীয় তাকবিরের সময় দুই হাত উঠিয়ে তা ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবিরের সময় দুই হাত তুলে হাত বেঁধে ফেলতে হবে।

৪। অতঃপর আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়ার পর সুরা ফাতেহা এবং তার সাথে অন্য সুরা মিলানো। এরপর নিয়মিত স্বাভাবিক নামাজের মতো করে রুকু ও সেজদার মাধ্যমে ১ম রাকাত শেষ করতে হবে।

৫। অতঃপর ২য় রাকাতে ইমাম সাহেব সুরা ফাতেহা এবং তার সাথে অন্য সুরা মিলানোর পর অতিরিক্ত ৩টা তাকবির দিবে।

৬। ৪র্থ রুকুর তাকবির দিয়ে রুকুতে যেতে হবে। রুকু ও সেজদার পরে অন্যান্য নামাজের মতোই বৈঠকে বসা; তাশাহহুদ, দরূদে ইবরাহিম, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে ২ রাকাত ঈদুল আজহার নামাজ শেষ করতে হবে। 

তাকবিরে তাশরিক

নামাজ শেষে সালাম ফেরানোর পর তাকবিরে তাশরিক পড়তে হবে।

বাংলা উচ্চারণঃ “আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ্।”

খুতবা শোনা ওয়াজিব

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সালাম ফেরানোর পর ইমাম সাহেব খুতবা পড়বেন যা শোনা সকলের জন্য ওয়াজিব। তাই খুতবার সময় আমরা কোনো ধরনের কথা বার্তায় লিপ্ত না হয়ে খুতবা শোনবো মনোযোগ দিয়ে। তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ্।

ঈদের দিনের সুন্নত কাজ কয়টি

১. মেছওয়াক করা।

২. উত্তমরুপে গোসল করা।

৩. সুগন্ধি জাতীয় আতর সুরমা ব্যবহার করা।

৪. ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে এবং ঈদুল আজহায় কিছু না খেয়ে নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়া।

৫. নামাজের জন্য ঈদগাহে হেঁটে যাওয়া ভালো। এক রাস্তা দিয়ে যাওয়া, অপর বা অণ্য রাস্তা দিয়ে ফিরে আসা মোস্তাহাব।

৬. ঈদগাহে যাওয়ার পথে নিচুস্বরে তাকবির তাশরিক পড়া।

৭. নিজের সাধ্যমতো সকল পোশাকের মধ্যে উত্তম বা নতুন পোশাক পরিধান করা মোস্তাহাব।

৮. ঈদের দিন হাশিখুশি থাকা ও অপরের সাথে দেখা হলে হাসিমুখে কথা বলা মোস্তাহাব।

৯. আনন্দ-অভিবাদন বা সালাম জানানো মোস্তাহাব।

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে

ঈদুল আজহা ২০২৩ কত তারিখে? বাংলাদেশে ঈদুল আজহা ১৭ই জুন ২০২৪ তারিখ রোজ সোমবার আরবি ১০ই জ্বিলহজ্জ ১৪৪৬ তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

ঈদুল আজহা ২০২৪ কত তারিখে

ঈদুল আজহা ২০২৪ বাংলাদেশে ঈদুল আজহা আগামী ১৭ই জুন ২০২৪ তারিখ রোজ সোমবার আরবি ১০ই জ্বিলহজ্জ ১৪৪৬ তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

পোস্ট ট্যাগঃ

ঈদুল আজহার নামাজের নিয়ম
ঈদুল আজহার নামাজের নিয়ত ও নিয়ম
রোজার ঈদের নামাজের নিয়ম
দুখুলুল মসজিদ নামাজ সুন্নত না নফল
ঈদুল আজহা পড়ার নিয়ম
ঈদের সালাতের নিয়ম
রমজানের সময় সূচি 2022
ঈদ কবে
ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url