শবে বরাতের রোজার নিয়ত

শবে বরাতের রোজার নিয়ত

শবে বরাতের রোজার নিয়ত

আমরা মনে করি রোজার মাসের রোজার নিয়ত আর শবে বরাতের রোজার নিয়ত হয়ত আলাদা। কিন্তু শবে বরাতের রোজার নিয়ত ও রোজার মাসের রোজার নিয়ত একই। শবে বরাতের জন্য ভিন্ন নয় রোজার নিয়ত। আমরা সচরাচর রোজার সময় যে নিয়ত করে থাকি সেটাই মূলত শবে বরাতের রোজার নিয়ত। নিচে শবে বরাতের রোজার নিয়ত দেওয়া হলো। আপনারা আরবি দেখে সহিহ শুদ্ধভাবে শিখে নিবেন।

শবে বরাতের রোজা কয়টি

মূলত শবে বরাতের রোজা ১৫ই শাবান রাতে একটি রোজা থাকা উত্তম। এ ব্যাপারে নবীজি সাঃ এর হাদিস রয়েছে। তবে আরও ভিন্ন হাদিস থেকে জানা যায় প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখার ব্যাপারে নবিজীর নির্দেশনা রয়েছে।

শবে বরাতের রোজার নিয়ত বাংলা উচ্চারণ

বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন আসুমা গ্বদাম, মীন শাহ্ রি রম্দ্বনাল মুবারকি; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাক্বব্বাল মিন্নি ইন্নিকা আন্ তাছ ছামিউল আ’লিম।”

অর্থঃ হে আল্লাহপাক! আমি আগামীকালকের পবিত্র রমজানের আপনার দিক থেকে নির্ধারিত ফরজ রমজান রাখার ইচ্ছা করছি (নিয়্যত)। অতএব আপনি আমার দিক থেকে (আমার রমজান অর্থাৎ খাওয়া দাওয়া হতে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

পোস্ট ট্যাগঃ

শবে বরাতের রোজার নিয়ত
শবে বরাতের রোজার নিয়ত বাংলায়
শবে বরাতের রোজার নিয়ত কি
শবে বরাতের রোজার নিয়ত আরবিতে
শবে বরাতের নফল রোজার নিয়ত
শবে বরাত রোজার নিয়ত
শবে বরাতের আরবি নিয়ত
শব ই বরাতের রোজার নিয়ত
শব ই বরাতের রোজা
শবে বরাতের হালুয়া রুটি
শবে বরাতের রোজা রাখার নিয়ত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url