চাশতের নামাজের সময়


চাশতের নামাজের সময়

চাশতের নামাজের সময়

সূর্য যখন উদয় হয়ে ১ মিটার সমান উপরে উঠে যায় তখন চাশতের নামাজের উত্তম সময়। সুতরাং সূর্য যখন উদয় হয়ে যাওয়ার পর যেই সময় এশরাকের নামাজ আদায় করা হয় সে সময় থেকে দ্বি প্রহরের পূর্ব পর্যন্ত সময়ে চাশতের নামাজের সময় হয়ে থাকে।

ইশরাক ও চাশতের নামাজের সময়

আরবের লোকেরা বলতো, চাশতের নামাজ পড়ার সঠিক সময় হলো সূর্য যখন উদয় হয়ে যাওয়ার পর উঠের বাচ্চা যে সময় অল্প অল্প গরম অনুভব করতে থাকে ঠিক সেই সময়টাই হলো চাশতের নামাজের উত্তম সময় হিসেবে পরিগনিত হয়ে থাকে।

চাশতের নামাজের নিয়ত

“হে আল্লাহপাক! আমি কেবলামুখী হয়ে ০২ রাকাআত চাশতের নামাজ আদায় করছি” আল্লাহুআকবর।”

চাশতের নামাজের সময় ও নিয়ম

চাশতের নামাজ মূলত নূন্যতম দুই রাকাত আদায় করা উত্তম। তার বেশীর কোনো সীমারেখা নেই। যতখুশি তত রাকাত আদায় করা যায়। তবে কারো মতে ১২ রাকাত পড়ার কথা বলেছেন। 

সেক্ষেত্রে দৈনিক দুই, চার, আট, বারো রাকাত আদায় করা যায়। সুতরাং প্রতিদিন সাধ্যমত ২, ৪ বা সময় সাপেক্ষে আরো বেশি পড়া যেতে পারে।

আল্লাহ তাআলা মুসলিম জাতিকে আমাদের দেহের প্রতিটি অঙ্গের হক আদায় করার তৌফিক দান করুন আমিন।

পোস্ট ট্যাগঃ

চাশতের নামাজের সময়
ইশরাক ও চাশতের নামাজের সময়
আজকের চাশতের নামাজের সময়
আজ চাশতের নামাজের সময়
চাশতের নামাজের সময় কখন
চাশতের নামাজের সময় ও ফজিলত
আজকের চাশতের নামাজের শেষ সময়
ইশরাক ও চাশতের নামাজ কি একই
চাশতের নামাজের সময়সূচী

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url