ঈদুল ফিতরের সুন্নত সমূহ

ঈদুল ফিতরের সুন্নত সমূহ

ঈদুল ফিতরের সুন্নত সমূহ

মহানবী (সাঃ) পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদগাহে নামাজের যাওয়ার পূর্বে যেগুলো করতেন সেগুলো করাকেই সুন্নাত বলে। নবীজী সাঃ নিম্নোক্ত ১৩টি কাজ করতেন যা করা আমাদের জন্য সুন্নাত। আসুন সেগুলো কি তা আজকের পোস্টে দেওয়া হলোঃ

১. খুব সকালে ঘুম থেকে উঠা।

২. উত্তমরুপে মিসওয়াক করা।  

৩. উত্তমরুপে গোসল সম্পন্ন করা।  

৪. উত্তমভাবে সাজসজ্জা করতে পারেন।

৫. নতুন পোশাক ফরজ নয় আপনার যা পোশাক আছে তার মধ্যে উত্তম পোশাক পরিধান করা।  

৬. সুগন্ধি বা আতর ব্যবহার করা।  

৭. ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি বা সেমাই খেজুর ইত্যাদি খেয়ে যাওয়া।  

ঈদুল ফিতরের সুন্নত

৮. ঈদুল ফিতরের নামাজের পূর্বেই ঈদগাহে গমন করা।

৯. সদকাতুল ফিতর আদায় করে অতঃপর ঈদুল ফিতরের নামাজের জন্য ঈদগাহে যাওয়া।

১০. যত সম্ভব ঈদের নামাজ ঈদগায় গিয়ে আদায় করা।  

১১. ঈদগাহে নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসা।

১২. পায়ে হেঁটে যাওয়া সুন্নাত।  

১৩. ঈদুল ফিতরের নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার সময় আস্তে শব্দে তাকবীর পড়তে পড়তে যাওয়া।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত বাংলায়

হে আল্লাহপাক আমি কেবলামুখী হয়ে এই ইমামের পেছনে দাড়িয়ে পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ৬ তকবিরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবি

نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

পোস্ট ট্যাগঃ

ঈদুল ফিতরের সুন্নত সমূহ
ঈদুল ফিতরের সুন্নত সমূহ আল কাউসার
ঈদুল ফিতরের দিনের সুন্নত সমূহ
ঈদুল ফিতরের দিনের সুন্নত আমল সমূহ
ঈদুল ফিতরের সুন্নাহ
ঈদের দিনের সুন্নত কাজ গুলো কি কি
ঈদুল ফিতরের সুন্নাত সমুহ
ঈদুল ফিতর এর সুন্নত
ঈদুল ফিতরের সুন্নত কি কি
ঈদ উল ফিতর এর সুন্নত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url