মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু নিয়ে উক্তি

ক) মৃত্যু সহজ নয়, শব্দহীনভাবে আসে তাছাড়া মানবসকল চিরদিনই জীবনের বিষয়ে গর্ব করে থাকে।

সমরেশ মজুমদার

খ) মানুষজাতি মারা যায় এবং পচে যায় জীবিত অবস্থায় বদলে যায়; অনেক সময় কারনেও বদলে যায় আবার অকারনেও বদলায়।

মুনীর চৌধুরী

গ) ভীরু মানুষ মারা যাবার আগেই মরে যায়, কিন্তু সাহসী মানুষ মরণের স্বাদ ১ বারই পেয়ে থাকে।

শেক্সপিয়ার

জীবিত অবস্থাকে আমরা যেমন স্বাভাবিক মনে করি, তেমনভাবে মরণকেও স্বাভাবিক ভাবে নিতে হবে।

শহীদুল্লাহ কায়সার

ঘ) মানুষ জন্ম গ্রহণ করে অতৃপ্তি নিয়ে মরেও যেয়ে থাকে অতৃপ্তি নিয়ে

সাইরাস

ঙ) মরণকে আমি ভয় করি না, মারা যাবার জন্য তড়িঘড়িও করিনা, মরনের আগে মরার মতো বহুকিছু আছে আমার কাছে।

স্টিফেন হকিং

মৃত্যু নিয়ে উক্তি আলকোরআনের ভাষায়

পৃথিবীতে যত প্রাণি এসেছে তাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কোন প্রাণিই এ মৃত্যুর স্বাদ গ্রহণ থেকে নিষ্কৃতি পাবে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ্ তা'আলা বলেনঃ

অতঃপর আল্লাহ্তাদের কে বলে ছিলেন 'তোমাদে র মৃত্যু হোক।' তারপর আল্লাহ্ তাদের জীবিত করে ছিলেন। নিশ্চয়ই আল্লাহ্ মানুষের প্রতি অনুগ্রহ শীল; কিন্তু অধি কাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না।'

মৃত্যু নিয়ে উক্তি মৃত্যুর পরের জীবন

মহান আল্লাহ্ তা'আলা অন্যআয়াতে বলেন

“আল্লাহ্ অবশ্যই সেসবলোকের তওবা কবূল করবেন যারাভুলবশত মন্দ কাজকরে ও সত্বর তওবাকরে, এরাই তারা, যাদের তওবা আল্লাহ্ কবূলকরেন। আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তওবা তাদের জন্য নয় যারা আজীবন মন্দ কাজকরে, অবশেষে তাদের কারও মৃত্যু উপস্থিত হলে সে বলেঃ ‘আমি এখন তওবা করছি ও তাদের জন্যও নহে, যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করেছি।”

যদিও আল্লাহ্ তা'আলা মৃত্যু সম্পর্কে এমন কঠিন কথা আল-কুর'আনে ঘোষণা করেছেন তারপরও মানুষ এ বিষয়ে সম্পূর্ণ গাফিল। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা বলেনঃ

আমিই মানুষকে সৃষ্টিকরেছি ও তার প্রবৃত্তি তাকেযে কুমন্ত্রণা দেয় তা আমিজানি। আমি তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। স্মরণ রাখিও, ‘দুই গ্রহণকারী' ফেরেশ্তা তার দক্ষিণে ও বামেবসে তার কর্ম লিপিবদ্ধ করে; মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে; এটা হতেই তোমরাঅব্যাহতি চেয়েএসেছো। " সূরা আন-নিসা, ১৭-১৮; সূরা ক্বাফ, ১৬-১৯

মৃত্যু একটি অনিবার্য ও শাশ্বত সত্য বিষয়

ইসলামে এ বিষয়ে অনেকসতর্ক করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা বলেনঃ

তার প্রতিপালক যখন তাকেবলিয়া ছিলেন, ‘আত্মসমর্পণ কর, সেবলেছিল, 'জগত সমূহের প্রতি পালকের নিকট আত্মসমর্পণ করলাম ও ইব্রাহীম ও ইয়াকূব এই সম্বন্ধে তাদের পুত্র গণকে নির্দেশ দিয়ে বলেছিলঃ 'হে পুত্রগণ! আল্লাহ্ই তোমাদের জন্য এ দ্বীনকে মনোনীত করেছেন। সুতরাং আত্ম সমর্পণকারী না হয়ে তোমরা কখনও মৃত্যুবরণ করোও না। 

ইয়াকূবের নিকট যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিতছিলে? সে যখন পুত্রগণকে জিজ্ঞেস করেছিলঃ 'আমার পরে তোমরা কিসের ‘ইবাদত করবে?' তারা তখন বলেছিলঃ 'আমরা আপনার ইলাহ্-এর ও আপনার পিতৃ পুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের ইলাহ্-এরই ‘ইবাদত করব। 

তিনি একমাত্র ইলাহ্ ও আমরা তাঁর নিকট আত্মসমর্পণকারী।' সে ছিল এক উম্মত, তা অতীত হয়েছে। তারা যা অর্জন করেছে তাতাদের। তোমরা যা অর্জন কর তা তোমাদের। তারা যাকরত সে সম্বন্ধে তোমাদের কোন প্রশ্ন করা হবে না।”

মৃত্যু নামক বস্তুকে আল্লাহ্তা'আ কখন কোথায় কিভাবে সৃষ্টি করেছেন, তার সঠিক ইতিহাস জানা যায় না। সৃষ্টিকর্তা আল্লাহতা'আলা মৃত্যুকে নিরাকার ভাবে সৃষ্টি করেছেন। কোনকোন বিজ্ঞ আলিমের মতে, হযরত আদম আঃ এর সৃষ্টির সূরা আল-বাকারাহ, ১৩০-০৩৪

সংগৃহীতঃ মৃত্যুর পরে অনন্ত জীবন
লেখকঃ মুহাম্মদ ইকবাল কীলানী

পোস্ট ট্যাগঃ

মৃত্যু নিয়ে উক্তি
অকাল মৃত্যু নিয়ে উক্তি
বাবার মৃত্যু নিয়ে উক্তি
বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি
শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি
মায়ের মৃত্যু নিয়ে উক্তি
মানুষের মৃত্যু নিয়ে উক্তি
বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে উক্তি
লোভে পাপ পাপে মৃত্যু নিয়ে উক্তি
হঠাৎ মৃত্যু নিয়ে উক্তি
জন্ম মৃত্যু নিয়ে উক্তি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url