বিপদ থেকে মুক্তির দোয়া
বিপদ থেকে মুক্তির দোয়া
কোনো জনপদের দ্বারা ক্ষতির সম্ভাবনা যদি হয় তাহলে নিচের দোয়াটি পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ! আল্লাহপাক তাদের থেকে আমাদেরকে বিপদ আপদ হতে মুক্তি বা সাহায্য দান করবেন। এখানে বিপদ থেকে মুক্তির ২টা দোয়া দেওয়া হলো আপনারা আরবী দেখে মুখস্ত করে নিবেন। মহান আল্লাহপাক নানা ধরনের বালা মুসিবত, মানসিক দুশ্চিতা, অশান্তি বিশৃংখলা আমাদেরকে হেফাযত করুন আমিন।
বাংলা উচ্চারণঃ আল্ল’হুম্মা ই’ন্না নাজ আ’লুকা ফী নুহু’ রিহীম, ওয়া নাউ’ জুবীকা মিন শু’রু রিহীম।
অর্থঃ হে আল্লাহপাক! আমরা আপনাকেই তাদের মুখো মুখি করছি ও তাদের খারাপি হতে আপনারই নিকট আশ্রয় চাইতেছি। (আবু দাউদ শরীফ)
দুনিয়ায় মানুষ বিভিন্ন বিপদে আপদে পড়লে নিচের দোয়াটি পড়লে সব অনিষ্ঠতা থেকে মুক্তি পাওয়া যায়। সকাল সন্ধ্যায় ৩ বেলা এই দোয়াটি পড়তে হবে।
বাংলা উচ্চারণঃ
বিছমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মাআছমিহি
শাইয়্যুন ফিল আরদি, ওয়ালা
ফিছ-ছামা-য়ি ওয়া
হুয়াছ ছামিউল আ’লীম।
অর্থঃ শুরু করছি আল্লাহপাকের নামে, যাহার নামের বরকতে আকাশ এবং মাটির কোনো কিছুই কোনোধরনের
ক্ষতি সাধন করতে পারে না, তিনি
সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। (তিরমিজী
শরীফ এবং আবুদাউদ শরীফ)
পোস্ট ট্যাগঃ